এক জীবনে অনেক চাওয়া পেয়ে ওঠা যায় না
এদিক টেনে ওদিক খোলে লাথখোর যাপন, উড়ে যাওয়া ময়না
মনখারাপি রঙ বাদুড় কিম্বা কল্পনা
শ্মশানে আলেঢালে দুই পাখা স্বল্প না
জুলপি আর গোঁফের খাঁজে রূপোর নক্সী আলপনা
ক্লাসবেঞ্চে জীবন লক্ষ্য এখন অলীক জল্পনা
আঁকার খাতায় নদী – মেয়ে -পাহাড় – সূর্য মনটানা
উড়তে গিয়ে পঙ্খ কেটে ফিনিক্স এখন গল্প না
আগের অনেক কিছুই এখন ভাল্লাগে না ভাল্লাগে না
মিলিমিটারের এক জীবনে কিছুই করা যায় না
আগের অনেক কিছুই এখন ভাল্লাগে না ভাল্লাগে না
মিলিমিটারের এক জীবনে কিছুই করা যায় না …
ভাল লাগল লেখাটি
সত্যই চমৎকার এক উপলব্ধিকর অনুভব