নারকেল পাতার চশমা
আমার একটা ভাবনা ছিল কারোর আঙ্গিনায় গাছ হই।
রোদ ভাঙা সন্ধেয় সাহেবলোকের স্ত্রী হাঁটা বারান্দায়-
প্রতিদিন চোখ বুলিয়ে সলজ্জ হাসে মন থেকে
তাঁর জন্য লম্বা জীবন, যুদ্ধ বিধ্বস্ত যুগের মত রাশভারে-
ধাঁধাঁ লাগানো মহাকালের গান-বয়কট করে বিছিন্ন;
ফ্ল্যাটমুখি উঠানে বাচ্চাদের জটলা পাকানো কৌতুকী পা
অস্থির উদাহরণ ভাঙে-একজনের ভেতর আরেকজন
ঢুকে পড়ে রক্ত সংবরণ ব্যাপারটা, নারকেল পাতার চশমাও;
ঝকঝকে কবিতায় শুভেচ্ছা অভিনন্দন কবি টিপু সুলতান। শুভ সকাল।
শ্রদ্ধা সব সময়
আপনার কবিতার শব্দ সংখ্যা এবং এর ব্যাপ্তি আমার কাছে অসাধারণ লাগে।
ভালবাসা কবি
সুন্দর কবিতা কবি টিপু সুলতান ভাই। মুগ্ধ হলাম।
নারকেল পাতার চশমা। জীবনের অতীত স্মৃতি কবি সুলতান দা। নববর্ষের শুভেচ্ছা।
সুন্দর।