তুমি ও তোমাকে
মাতাল হয়ে এলোমেলো
হাঁটে আমার মন
তুমি আমার নেশা ওগো
তুমি ই আপনজন
তোমায় নিয়ে বসত করি
মরা নদীর তীর
হঠাৎ করে ঘুম ভেঙ্গে যায়
হাজার লোকের ভীর
হাজার সুখের অাহাজারি
হাত ধরে চলা
গোপন কিছু গভীরখাঁদে
হয়নি তোমায় বলা
আমার স্বপ্ন পাহাড়চূঁড়া
ঘুমাক আকাশ বুকে
পথিক হয়ে পথ হাঁটি আজ
ভগ্ন প্রেমের সুখে।
১৩/০৪/১৯
কবিতায় শুভেচ্ছা কবি খেয়ালী মন। শুভ সকাল।
ধন্যবাদ খেয়ালী মন ভাই। কোথায় আছেন কেমন আছেন।
ছন্দ মিলের কবিতা ভালো হয়েছে কবি খেয়ালী মন ভাই।
অপূর্ব প্রিয় মন দা। কেমন আছেন?
সুন্দর প্রকাশ।