গল্পছড়া : কবে যেন…
অ্যালঝাইমার’স রোগে ভুগছে বন্ধু আমার
স্যাকরা মনের থই পায় না ওষুধ কামার
দেখতে গিয়ে গল্প বানাই এটা-সেটা।
কথার ছলে ওর জীবনের বিশদ ডেটা
শুনিয়ে দিলাম। চোখ নাচিয়ে বুঝিয়ে দিচ্ছে
সব স্মরণে; “এবার শুধু জানার ইচ্ছে :
লাস্ট উইকে এ-ঘরে তুই খাটের কোনায়
দুহাত তুলে ভীষণ ক্ষেপে চেঁচিয়েছিলি
নির্বাচন কি আইপিএল বা তারচে’ সিলি —
মনে পড়ে না মাথা কুটেও — কোন ঘটনায়”?
“গত সপ্তায় এসেছিলাম? উঁহু উঁহু
তখন আমি ভ্রমণ মোডে বান্দ্রা, জুহু,
ছত্রপতির স্ট্যাচু দেখছি মেয়ের সাথে।
নাকি সেটা গতবছর?… হঠাৎ লাইট
বন্ধ হ’য়ে সবুজ শিলা, পার্শি গাইড
হারিয়ে গেছ্লো ঠিক কবে যে হাতিগুহাতে!”
আবছা ত্রাসে চিবিয়ে চলি বোতাম জামার
অ্যালঝাইমার’স রোগে ভুগছি, বন্ধু আমার?
আবছা ত্রাসে চিবিয়ে চলি বোতাম জামার
অ্যালঝাইমার’স রোগে ভুগছি, বন্ধু আমার?
শেষ প্রশ্ন নিজেতে নিজের জন্য যথেষ্ঠ। আমারও কি অ্যালঝাইমার’স !! ভালো থাকা চাই প্রিয় কবি চন্দন দা। নিজের জন্য যেমন, আশেপাশের জন্যও বটে। শুভ সকাল।
গল্প ছড়ায় জীবনের গল্প লুকিয়ে আছে বুঝলাম। শুভেচ্ছা জানবেন কবি।
অ্যালঝাইমার’স রোগে ভুগছি, বন্ধু আমার? আমার? এই প্রশ্নটি করা যেতেই পারে।
জীবনের এই অনুভব স্বতন্ত্র। নিজেকে বোঝারও সময় এসেছে বুঝি। ধন্যবাদ কবি দা।
ভালো থাকুন কবি। শুভেচ্ছা রাখি।