একজোড়া হৃদপিণ্ড
আমার হাত থেকে খসে পড়ছে
একজোড়া হৃদপিণ্ড, পাখির মতন; চোখ পালানো দূরে
দীর্ঘহাতে গোটানো বিকেল-ডিম পাড়ে-মোটা অন্ধকার
তারপর! নীরবে সহে যাচ্ছে ভাষা, একা-তার ভেতর!
একজোড়া হৃদপিণ্ড
আমার হাত থেকে খসে পড়ছে
একজোড়া হৃদপিণ্ড, পাখির মতন; চোখ পালানো দূরে
দীর্ঘহাতে গোটানো বিকেল-ডিম পাড়ে-মোটা অন্ধকার
তারপর! নীরবে সহে যাচ্ছে ভাষা, একা-তার ভেতর!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
কবিতাটি চার লাইনের হলেও পরিবৃত্ত বেশ বড়। অভিনন্দন মি. টিপু সুলতান।
তারপর! নীরবে সহে যাচ্ছে ভাষা, একা-তার ভেতর! >>> বাহ টিপু ভাই।
একজোড়া হৃদপিণ্ড, পাখির মতন; চোখ পালানো দূরে। সুন্দর উপমা।
শুভেচ্ছা প্রিয় কবি দা।
ক্ষুদ্রতেও বেশ বৃহৎ প্রকাশ ।
শুভেচ্ছা জানবেন প্রিয়।
ভালো কবিতা।