কবিতারা স্লেট হোক
তার বুকে লেখা হবে
১৫ কিংবা ২১ পৃষ্ঠা
কাঁচা রক্ত শিরোনামা-
কবি একটি কবিতা লেখো
আমাকে সঙে নিয়ো
আইবুড়ো মাইক্রোফোনে
কেন তোমাকে চাই
গাঢ় সলোজ মুখে
শব্দ পেলবে বাধিয়ে দেব
বিশাল এক বর্ণমালা-
বাঙালীর এ মাস-আগস্ট!
কবিতারা স্লেট হোক
তার বুকে লেখা হবে
১৫ কিংবা ২১ পৃষ্ঠা
কাঁচা রক্ত শিরোনামা-
কবি একটি কবিতা লেখো
আমাকে সঙে নিয়ো
আইবুড়ো মাইক্রোফোনে
কেন তোমাকে চাই
গাঢ় সলোজ মুখে
শব্দ পেলবে বাধিয়ে দেব
বিশাল এক বর্ণমালা-
বাঙালীর এ মাস-আগস্ট!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আগস্টনামা। ছোট কবিতা হলেও কবিতা সুন্দর হয়েছে মি. টিপু সুলতান। অভিনন্দন।
কবিতারা স্লেট হোক। তার বুকে লেখা হবে ১৫ কিংবা ২১।
সুন্দর সংক্ষিপ্ত।
দুঃখজনক হলেও সত্য বাঙালীর এ আগস্ট মাস স্বজন হারানোর মাস।
সুন্দর প্রিয় কবি দা।
বাঙালী পরাজয়ের এ মাস-আগস্ট!
লেখা হোক ১৫ কিংবা ২১ পৃষ্ঠার কাঁচা রক্ত শিরোনামা।
১৫ আগস্ট আর ২১ আগস্ট মনে হয় একই সূত্রে গাঁথা। তাই হয়তো ইতিহাস লেখা অনেক পৃষ্ঠ ছাড়িয়ে গেছে।
সুন্দর