সমুদ্র থেকে জেগে ওঠা চর বিলীন হয় মাতৃগর্ভে
সাথে করে নিয়ে যায় কিছু কিংবদন্তী সময়
কখনো কখনো কৃষ্ণ ও অভিশপ্ত হয় ভক্তের কাছে
আমি প্রজন্মের কাছে আশা রাখিনা,
এ যুগে দ্রৌপদীকে বস্ত্র দান কেউ করে না। না ঈশ্বর না মানুষ।
রোগ, শোক, জীর্ণ জরা, আশা নিরাশা, আবেগ, বিবেক,
কিংবা মাতাল কিংবদন্তি আমাকে ক্ষমা করেনি।
আমি মস্তক নত করে
যে ভিক্ষা চেয়েছি
দূর্বাঘাস নির্লজ্জ হয়ে ফিরিয়ে দিয়েছে
জীবনের জীবন্ত জীবনান্ত জীবনাবসান;
অপেক্ষার সুযোগ সময়ে ছাড়া চারা গাছ
জন্ম দিতে পারে নি কোনদিন, মৌচাকেই শুধু
মধু দিয়ে যায় মৌমাছি-জাত প্রাণ;
আর সমুদ্রের সৈকতিনী প্রসব করে মৃত
সমুদ্রপ্রানী, মৃত্তিকাগর্ভ খুঁজে ঘেটে বুঝলাম
তার সর্বনিম্নে কেউ আবাস করে না
আর বৃক্ষের জীবনে সার প্রয়োজনই সারকথা।
কবিতায় নিজ উপলব্ধি কবি-চিন্তার মতো উঠে এসেছে কবি খেয়ালী মন ভাই।
ধন্যবাদ ও শুভকামনা থাকলো
বৃক্ষের জীবনে সার প্রয়োজনই; সারকথা। একদম ঠিক কথা ভাই।
ধন্যবাদ ও শুভকামনা থাকলো
বৃক্ষের জীবনে সার প্রয়োজনই সারকথা।
আমি প্রজন্মের কাছে আশা রাখিনা,
এ যুগে দ্রৌপদীকে বস্ত্র দান কেউ করে না। না ঈশ্বর না মানুষ।
কবির কবিতায় বাস্তব প্রমাণিত! কবিকে অফুরন্ত শুভেচ্ছা।
ধন্যবাদ ও শুভকামনা থাকলো ভাই
এ যুগে দ্রৌপদীকে বস্ত্র দান কেউ করে না। না ঈশ্বর না মানুষ।
ধন্যবাদ ভাই

অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি মন দা।
আপনাকেও ধন্যবাদ
জীবনের জীবন্ত জীবনান্ত জীবনাবসান। অতূল্য বাণী।
ধন্যবাদ

দূর্বাঘাস নির্লজ্জ হয়ে ফিরিয়ে দিয়েছে
জীবনের জীবন্ত জীবনান্ত জীবনাবসান;
*


ধন্যবাদ ও শুভকামনা থাকলো