যোদ্ধাবাড়ির কিশোরী, আজ তার মুখ উঁকি দেয়-বাবার চোখে
শহীদমিনার ঘিরে থমকে দাঁড়ানো নতুন ভোরবেলা
সোনালি রোদের নবান্ন জিজ্ঞাসায়-হাতছানি-
আরো কাছে-বিশ্বায়নে, দিগন্ত ছাদে-দৃষ্টির কোনায় পতাকা ওড়বে
আমি কবিতা লেখি, কিশোরীর আপ্ত হাসির ঝলকে-
তার বাবার মুখচ্ছবি শোকের ছাপাখানায় আঁকি-
দুহাতের উর্বর শিল্প; তারপর! জাগিয়ে তোলা চারাধানের মাঠ,
গোলাপের বাগান, হেসে ওঠা বাংলাদেশ, ডিসেম্বর এসেছে-
শোকের ছাপাখানায় আঁকি-
দুহাতের উর্বর শিল্প; তারপর! জাগিয়ে তোলা চারাধানের মাঠ,
গোলাপের বাগান, হেসে ওঠা বাংলাদেশ, ডিসেম্বর এসেছে…।
বিজয়ের মাসে গোলাপের বাগানে হেসে ওঠা এক নতুন বাংলাদেশ। শুভেচ্ছা কবি ভাই।
চমৎকার কবিতা কবি টিপু সুলতান ভাই। বিজয়ের শুভেচ্ছা।
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। বিজয় দিবসের শুভেচ্ছা।
দিগন্ত ছাদে-দৃষ্টির কোনায় পতাকা ওড়বে। উড়ুক লাল সবুজের পতাকা। শুভেচ্ছা।
হেসে ওঠো বাংলাদেশ, ডিসেম্বর এসেছে।
কিশোরীর আপ্ত হাসির ঝলকে আমি কবিতা লেখি। অভিনন্দন কবি।