সব রাত পুড়ে আলোরা অনুবাদ করে
স্নিগ্ধ প্রতিমার নরম শরীর
লোমবাসে শেষ ভোরে ভিড় জমায়
টলমল লাবণ্য ছুঁয়ে আমি রোজ
নেমে আসি কয়েকটা সিঁড়িধাপ ভেঙে
অথবা সেই তুমি, তোমার নাভিতে
জড়াইয়ে যৌবন নিয়ে ভাগি-
দিগন্তের মধ্যে; সব আয়োজন-রং
আরও ভাগ করে পালক জেগে ওঠা
বনভাঙা হাওয়া পাখি, ডুব দেয়-
প্রণয় হয়ে উড়ে যায়-পাহাড়ের গায়ে,
নগরীর কাছাকাছি-আমি সেদিন
উড়তে শিখলাম, বয়সের মাত্রাবোধ
ছিঁড়েফুঁড়ে-বুক ঠাসা জ্যান্ত স্পর্শিনীর গর্ভজলে।
'স্নিগ্ধ প্রতিমার নরম শরীর … লোমবাসে শেষ ভোরে ভিড় জমায়।' তারপর জেনেছি কবি।
Beautiful pome
ভালো লাগলো।
ভালো লাগলো