ফাগুন বেলা

একমুঠো ফাগুন হাতে
তুমি এসে দাঁড়ালে
দুয়ারে আমার।
চমকে চেয়ে দেখি
একি খুঁজেছি যারে আমি
গাঙের জোয়ার-ভাটায়,
অমাবস্যায়, চাঁদের প্রহরে।

জানি দেরী হয়ে গেছে ঢের,
প্রাচীন পৃথিবীর বুকে আরো
সুপ্রাচীন আমাদের বয়সের ভার।
ক্ষয় হতে হতে ঝরে গেছে আমাদের
অর্বাচীন স্বপগুলো। ক্লেদাক্ত মন
জাপটে ধরে বেড়ে উঠেছে
হতাশার পরগাছা ডালপালা
বিষাদ বাগানে।

তবু আজ তুমি এলে
হঠাত করেই ফাগুনের
অবেলায়, সব কৃষ্ণচূড়া
যেন রঙ ছড়িয়ে হেসে
গেলো সবুজ বনান্তের
টিয়েরঙা দুপুরে।

6 thoughts on “ফাগুন বেলা

  1. এমনও দিনে অনেক অনেক শুভেচ্ছা এবং সম্মান প্রিয় কবি রোখশানা রফিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. সুন্দর কবিতা পাঠে সুগ্ধ হলাম…….

  3. সুন্দর কবিতা পাঠে মুগ্ধ হলাম…….

  4. মনোমুগ্ধকর বন্দনার গাঁথুনি, শুভেচ্ছা নিবেন কবি।      

  5. ক্লেদাক্ত মন
    জাপটে ধরে বেড়ে উঠেছে
    হতাশার পরগাছা ডালপালা
    বিষাদ বাগানে।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    দারুন লেখা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।