হারানো বোধ ও অপেক্ষার প্রহর

আমাদের যৌবন সময়ের স্মৃতি ম্লান চাঁদের আলোয় পানসে হয়েছে সেই কবে;
উজ্জল রোদে কত শত রঙধনু ভেঙে দিয়েছে
দৃষ্টি সীমার বাইরে,
যেখানে ছিলো তোমার, আমার আমাদের সময়ক্ষেপণ।
পারিজাত দেখেছিলো কোন এক অন্ধ জাতিশ্বর
আমাদের ভালোবাসাও গতানুগতিক;
ভুবন পরিবর্তনে সময়ের সমাপ্তির পৌনঃপুনিক
ভালোবাসা জেগে থাকে চিন্তার কোষে,
রঙের উদাসী পরিবর্তনের খেলা বিধাতার ঘরে
আমরা সবাই প্রেমের মাধুকরী।

তারপর সময়ের ভাজে ভাজে জোয়ার ভাটা;
বেলা চলে যায় গোধূলি অালোর সাথে
খেলা চলে শরীর পতনের, ভেঙে পরে
চিন্তার ত্রিভূজ মন চৌরাস্তার ধুলোয়;
ধীরে ধীরে হারিয়ে যায় সুবাসিত প্রেমের ক্ষরণ
সেখান দিয়েই শুরু দায়িত্ব দায়।

আমারা হারিয়েছি যে সৌখিন স্বপ্নের বাগান
সেখানে আর ফিরে যেতে পারনি, খুঁজে পাইনি
ফুলের সৌরভযুক্ত মৌনতার মিছিল ;
আমাদের ছেড়ে ঢং ঢং ঘন্টা বাজিয়ে
চলে গেছে যে সময়ের ট্রেন;
তা আর ফিরে আসেনি দাড়িয়ে থাকা ষ্টেশনে।

তার পরেও অামাদের বোধ অপেক্ষার প্রহরে
অাক্ষেপ হয়ে দাড়িয়ে থাকে ধূলিময় স্মৃতির গহীনে
সুনিপুণ ভাগ্যফলের আশায়।
__________________♥

8 thoughts on “হারানো বোধ ও অপেক্ষার প্রহর

  1. ‘রঙের উদাসী পরিবর্তনের খেলা বিধাতার ঘরে
    আমরা সবাই প্রেমের মাধুকরী।’ ___ এক্সিলেন্ট উপমা। অসাধারণ কবি খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. অনেক অনেক ভালোবাস প্রিয় মুরুব্বীhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. মুগ্ধকর লেখা…………. wink

    1. ধন্যবাদ ভাই, শুভকামনা থাকলোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ ভাই , ভালোবাসা থাকলোhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।