রংচটা শ্লোকব্যথা

এই বিচ্ছিন্ন বছর আলস্য উঠানে
পৃথিবীর পাড়াজুড়ে যা কিছু স্মৃতি
এখানকার কবি অনেক কিছু জানে

ঘাই খাওয়া শরীর বিছায়ে যায়
কনকলতা হাওয়ার কাছে
দিন শেষে কালোজাম সন্ধ্যা নামে
অবক্ষয় আনাগোনা নগর শোনায়-

সোনালি রোদের আভায়
কে কখন অচল হয়
কার নাম নাচে, পড়ে আছে
মাটি ও ঘাসের জাজিম
নাগরিক-পাখি অরণ্য প্রভা
কোথায় বিপ্লব ঘটে
অচেনা এক ব্যথার পাশে
রাতের জ্যোৎস্না রুটি হয়ে আছে
অভুক্ত ভিক্ষুক ফুটপাতে
মাইকে বাজে আযানু সুর
সেসব সংবাদ জাগিয়ে রাখে
নীরব পাথরে চোখ পোড়া ঘ্রাণ

কত তাপ, কত জ্বর বয়ে নিচ্ছে
আরও কোথায় কে ঘুমানো
শাদা সুতোয় জড়িয়ে যাচ্ছে
টের পায় ফুসফুস হৃদ শ্বাসপ্রশ্বাস
কিভাবে ব্যথা হয়ে ওঠে-শরীর
এই বিচিত্র রং দেয়ালজুড়ে
রাজধানী বনাঞ্চল হাসপাতাল!

টিপু সুলতান সম্পর্কে

টিপু সুলতান লেখক নামঃ আদি সানম ১২ অক্টোবর ১৯৮৬ কেশবপুর, যশোর। বাংলাদেশ। জীবন বৃত্তান্ত; লিকলিকে স্বচ্ছ ক্যানভাস নদীর শরীরে উপচে পড়া প্রেমালিকার ঢেউ, স্রোতস্বিনী কল্লোলঃ প্রথম বার্তা,সবুজ আফ্রোদি উদ্দ্যানে গানের বাঁশিতে সংগীত শোনায়- লেবুগাছ ঘ্রাণ-আলাজ শরবত আমার পূর্ণানন্দ, নক্ষত্র-পৃথিবীপৃষ্ঠ হৃদয়বীণা রোদে পোড়া সখিনার রক্ত,শাদা দুধের মা; কালোত্তীর্ণ সন্তান আমি তাঁর শেষ অনন্দটুকুর ছায়ানট- মানুষ হয়ে ওঠা প্রবাদ ও সংলাপ। ★ প্রথম কাব্যগ্রন্থঃ গৃহ কারাগার।২০১৭ ইং। নৃ প্রকাশন,ঢাকা। প্রচ্ছদঃ কাব্য কারিম। ★ যৌথ কাব্যগ্রন্থ থেকে জাতীয় ম্যাগাজিন,লিটল ম্যাগ, পোর্টাল, জাতীয় পত্রিকাসহ বিভিন্ন ব্লগে টুকিটাক লেখালেখি। প্রিয় বাক্যঃ আমি ভালো আছি, তুমি...

2 thoughts on “রংচটা শ্লোকব্যথা

  1. ভালো লিখেছেন কবি মি. টিপু সুলতান। শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।