ভালোবাসি বলতেই

তোমার একটু অবহেলা আমাকে যতটা কষ্ট দেয়,
ঠিক ততটা কষ্ট সাত কোটিবার যন্ত্রণাময় মৃত্যুতেও নেই।
তোমার একটু মন খারাপ আমাকে যতটা বিষণ্ণ করে তোলে,
ঠিক ততটা বিষণ্ণতা মেঘজমা আকাশেও জমে না কখনো।
তোমার একটু নীরবতা আমাকে যতটা নিথর করে দেয়,
ঠিক ততটা নিথর পৃথিবীর সমস্ত মৃতদেহেও নেই।
তোমার একটু অভিমান একটু দূরে থাকা আমাকে যতটা দূরত্বে ঠেলে দেয়,
ঠিক ততটা দূরত্ব পৃথিবীর জন্ম আর ধ্বংসের মাঝেও নেই।
আর তুমি যদি কখনো ভুল করেও ভালোবাসি বলো,
আমি ঠিক যতটা উৎফুল্ল হই; তার উদাহরণ এই পৃথিবীতে একটিও নেই।।
.
২৩/০৭/২০১৯
#StayAtHome #StaySafe

মাসুদুর রহমান (শাওন) সম্পর্কে

মাসুদুর রহমান (শাওন) এর জন্ম ১৯৯৭ সালে, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সবুজে ঘেরা ছায়াঢাকা পঞ্চাশ গ্রামে। পিতার নাম মোঃ মজনু মিয়া, মাতা মোছাঃ খুকুমণি। প্রাথমিক শিক্ষা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, বর্তমানে আনন্দমোহন কলেজ'এ (ময়মনসিংহ) বাংলা সাহিত্যে অনার্সে অধ্যায়নরত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ছড়া লেখার মাধ্যমে সাহিত্যে প্রবেশ। কবিতা ছাড়াও ছোট গল্প লিখে থাকেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ দ্বারা প্রভাবিত।

2 thoughts on “ভালোবাসি বলতেই

  1. "… যদি কখনো ভুল করেও ভালোবাসি বলো,
    আমি ঠিক যতটা উৎফুল্ল হই; তার উদাহরণ এই পৃথিবীতে একটিও নেই।" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।