ঠেলাগাড়ির মতো দূরে দাঁড়িয়ে
কে কুড়াও তুমি
কঙ্কালে পড়ে থাকা শরীর!
এই ঘোরবৃত্ত প্রচ্ছায়া ধরে
পৃথিবীর কোলে ঘুমায়ে হাঁটি,
ঘুমায়ে জাগি মৃদু হৃদয় নিয়ে
ভেজা ঘাসের বয়ঃসন্ধি অঙ্গে
উজান ডিঙানো দিগন্ত জানে
বুকতল চিত্র মেপে গড়ে ওঠে
কারখানা,কবর শেষে নগরী!
ঠেলাগাড়ির মতো দূরে দাঁড়িয়ে
কে কুড়াও তুমি
কঙ্কালে পড়ে থাকা শরীর!
এই ঘোরবৃত্ত প্রচ্ছায়া ধরে
পৃথিবীর কোলে ঘুমায়ে হাঁটি,
ঘুমায়ে জাগি মৃদু হৃদয় নিয়ে
ভেজা ঘাসের বয়ঃসন্ধি অঙ্গে
উজান ডিঙানো দিগন্ত জানে
বুকতল চিত্র মেপে গড়ে ওঠে
কারখানা,কবর শেষে নগরী!
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সুন্দর এই সংক্ষিপ্ত কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি মি. টিপু সুলতান। স্টে সেফ।
অসাধারণ টিপু দা