বৃষ্টি

বৃষ্টি হচ্ছে রে ধুম
চল ভিজি ঝুম

আজকাল আর সেই অনুভব কোথায় ভালোবাসার?
সেই টান কোথায় কাছে আসার?
অথচ আকাশের কাছাকাছি মেঘ
মেঘের ভেতর বৃষ্টি
আমি শুধু বজ্রপাতের শব্দ শুনি
শব্দ শুনি পাড় ভাঙার
ঘর ভাঙার
আর মন ভাঙার;

আমি তো গড়তেই চেয়েছিলাম তোর সাথে;

গড়তে গড়তে সম্পর্ক ভাঙে, মন ভাঙে, অনুভূতি ভাঙে কি?
আমি প্রেম গড়তে গিয়ে তোর চোখে লবণ গড়েছি
জীবন গড়া কি এতই সহজ?

আজকাল মেঘ করলেই মন বৃষ্টি,
ইদানীং খুব ইচ্ছে করে একবার ঝুম ভিজতে
ধুম বৃষ্টিতে,
তোর সাথে,
চোখে চোখে এক হয়ে;
তারপর না হয় সকল কান্না চুষে নেব ঠোঁট থেকে;

একটি চুমু অনেক কথা বলে,
একটি চুমু কখনো একটি ভালোবাসা গড়ে।

2 thoughts on “বৃষ্টি

  1. গড়তে গড়তে সম্পর্ক ভাঙে, মন ভাঙে, অনুভূতি ভাঙে কি?
    আমি প্রেম গড়তে গিয়ে তোর চোখে লবণ গড়েছি
    জীবন গড়া কি এতই সহজ? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।