হিসেবী সময়

হায় প্রেম! তোমার চোখের দিকে চেয়ে,
আজো কাঁদি বসে আমি একা।
সন্ধ্যানদী ফিরে যায়
রাতের মোহনায় আমার ছেঁড়া
স্বপ্ন বয়ে নিয়ে।

তারপর নিশুতি চরাচর আমার
চোখের দিকে চেয়ে জাগে রাত।
ভোরের আলো ফোটে
প্রদোষবেলার পাখির কলতানে।
আবারো হিসেব গুনে গুনে
আঙুলের কড়ে বুঝে নিতে হয়,
একা বয়ে যেতে হয় নদীটির
জীবনের বিকিকিনি হাটের দোকানে।

3 thoughts on “হিসেবী সময়

  1. 'আবারো হিসেব গুনে গুনে
    আঙুলের কড়ে বুঝে নিতে হয়,
    জীবনের বিকিকিনি হাটের দোকানে।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।