পাখির জোড়া ঠোঁট

খুটখাট করে করে ঠোকরে খায় পাখির ঠোঁট
কখনও খায় একলা আবার কখনও হয় জোট
তাবত পৃথিবীর সবাই জানে… ওরা কী খায়
আর কী ফেলে যায়…!

ওরা খায় নতুন-পুরাতন সব দাগ, সুসময়ের
অগ্রভাগ; তবুও সূঁচালো কাল ওদের হিসাব
কষে সকাল-বিকাল, একদিন বিলুপ্ত হয়
পৈশাচিক ধ্বনি.. আজকে যার বৃহস্পতিবার
আগামীকালই হতে পারে তার শনি!

তবুও আমরা খুব কমই মনে রাখি অর্জুনের
ছাল, হাঁটিহাঁটি পা পা করে বাড়-বাড়ন্ত দেখি
করোনাকাল..আবারও আসছে মহিয়সী শীত
পাখির জোড়া ঠোঁট আবারও গাইবে…
লকলকে জিবের.. আসন্ন বসন্তের আগমনী
সংগীত!!

4 thoughts on “পাখির জোড়া ঠোঁট

  1. আমরা নিশ্চয়ই একদিন স্বাধীন কণ্ঠে গেয়ে উঠবো আসন্ন বসন্তের আগমনী সংগীত!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।