এই করোনা ভীষণ ভালো
হিসেব করে চলে,
ট্রেন ও বাসে চড়েই না সে
যায় না শপিংমলে।
হাট-বাজারে যায় না রে সে
হাজার লোকের ভীড়ে,
মিছিল মিটিং বিয়ের ইটিং
দেখলে সে যায় ফিরে।
এই করোনা ভীষণ ভাল
সকল কিছু ভুলে,
পড়ার নেশায় সে যায় শুধু
কলেজে-ইস্কুলে।
এই করোনা ভীষণ ভালো
হিসেব করে চলে,
ট্রেন ও বাসে চড়েই না সে
যায় না শপিংমলে।
হাট-বাজারে যায় না রে সে
হাজার লোকের ভীড়ে,
মিছিল মিটিং বিয়ের ইটিং
দেখলে সে যায় ফিরে।
এই করোনা ভীষণ ভাল
সকল কিছু ভুলে,
পড়ার নেশায় সে যায় শুধু
কলেজে-ইস্কুলে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সত্যি এই করোনা ভাইরাস আমাদের অনেককিছু শিখিয়ে দিলো। তাই আমরা করোনা ভাইরাসকে ভয় পেয়েও জয় করতে চলছি।
শুভকামনা থাকলো।
এই করোনা ভীষণ ভাল
সকল কিছু ভুলে,
পড়ার নেশায় সে যায় শুধু
কলেজে-ইস্কুলে।
বেশ ভাল লেখেছেন কবি দা
লেখা পড়ে মোহিত হলাম
। আল্লাহ সহায়।
ধন্যবাদ
সেই করোনা আজ বিশ্বকে স্থবির করে ছে
শুভকামনা রইল সতত
Thanks