চায়ের কাপে বাজে না সুর

2jh

বিষণ্ণতা একটি রোগের নাম
সে এলেই যুদ্ধ চলে মন বনাম;
বিষণ্ণতা তাড়াতে না পারা মনের দুর্বলতা,
এক কাপ চা’ই বলে দেয় সে কথা।

চায়ের কাপে যায় না তোলা সুর,
বুকের গহীন যেন কষ্ট সমুদ্দুর;
নীল জলের ঢেউয়ে ভাসি ডুবি,
তবুও এক কাপ চা পেতে হই লোভি।

চায়ের কাপে ঠোঁট রাখি, মন ভালোর পথ খুঁজি,
এমন তো নয় বিষণ্ণতা পাগল করে রোজই!
তবুও কিছু সময় হয়ে যায় বিষ
কেমন যে হাঁসফাঁস, হারাই দিশ।

চায়ের কাপে বাজে না সুর
সুখগুলো কই, তারা কী বহুদূর?
চায়ের জলে জমা হয় বিতৃষ্ণা সব
মনের তারে আর বাজে না সুর কলরব।

ইচ্ছেগুলো যায় নিমেষেই মরে,
দেহ হয় দুর্বল, মন তো রয় মন ঘরে
তবুও আঙ্গুলে পেঁচাই চায়ের কাপ,
হয় না সহন মনের উপর এহেন চাপ।

চা শেষ হয়ে যায়, শান্তি আসে না ফিরে,
কিছু বিষণ্ণতা মাঝে মাঝে ধরে আমায় ঘিরে
আমি পালাতে চেয়েও ফিরে আসি বিষণ্ণতার কোলে,
অকারণে মন কেন বিষাদের ঢেউয়ে দোলে।

.
(স্যামসাং এস নাইন প্লাস,ঢাকা)

1 thought on “চায়ের কাপে বাজে না সুর

  1. বিষণ্ণতা মাঝে মাঝে ধরে আমায় ঘিরে …
    আমি পালাতে চেয়েও ফিরে আসি বিষণ্ণতার কোলে,
    অকারণে মন কেন বিষাদের ঢেউয়ে দোলে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।