কতগুলো গালিব সবুজ ঘাস বনানী আর মাঠ ছেড়ে
পুনরায় জেগে ওঠে পাহাড়ি ঘোড়ার শব্দে
সুগন্ধি সাবান-ফেনার মতো অক্সিজেন লেগে আছে
কেবল বদলে দেয় বার্শালো নার্সিসাসে নাড়িছেঁড়া
নবজাতকের প্রথম কান্নার ফলন, ওধারে সুস্বাস্থ্য-
মিরিণ্ডা রঙের গোধূলি নিয়ে ঘরে ফিরছে
এইমাত্র গাছের নতুন পাতায়-আশ্চর্য এক ব্রক্ষ্মাণ্ড;
আমরা একদিন পশুদের উপেক্ষা রাক্ষস হিসেবে
ছিঁড়তে লাগলাম সবুজ রং, মানুষ থেকে যখন
সুখী হবার ঈষৎ হাসি নিয়ে এজমালি অভিধানের
সেলাইমেশিনে আঁকতে থাকা মগজ, মাথা আর মাংসের
বুননে একটা শরীর, লাফ দিয়ে ওঠে কবিতার পৃথিবী
মাথা আর মাংসের বুননে একটা শরীর, লাফ দিয়ে ওঠে কবিতার পৃথিবী …