বৃথা রক্তপাত,
বৃথা এই ঘাত প্রতিঘাত-বিষাদের জ্বালা
অশ্রুস্নাত
কাজলা চোখে চোখ পড়তেই
ভুলে যাই সব
সমস্ত বিবাদ!
স্বর্ণচাঁপা রোদ্দুর
মিষ্টি গন্ধে ভুলে যাই দহন জ্বালা
এলোমেলো চুলে
সনির্বন্ধ মশগুলে
অনায়াসে ডুবে যায় উষ্ণীষ রাত…
চিত্ত উন্মাদ
নির্ঝর
কুয়াশার চাদরে অংকিত চিত্র
মত্তযৌবন
প্রাণপাত!..
1 thought on “প্রাণপাত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চিত্ত উন্মাদ
নির্ঝর
কুয়াশার চাদরে অংকিত চিত্র
মত্তযৌবন
প্রাণপাত!