পাখিগুলো প্রতিবাদী হলে

পাখিগুলো প্রতিবাদী হলে

খাঁচায় বন্দী থেকে থেকে যে পাখি একদিন
ভুলেছে উড়াল, রোদ্রের গন্ধ পালকে;
আজ এমন ক্ষুব্ধ হলে ভাবি
পাখিও কি জানে দেয়ালে পিঠ ঠেকলেই
ঠোঁটে জাগে তার ভাষা?
আমি তাকে কি দিই নাম –প্রতিবাদ?

মানুষেরা বোঝে না সে ভাষা;
জানে না পাখিরাও পরাজয় নেয় না মেনে।

এতো যে আমাদের আহত বিকেল
ভাবি আঁধার ডাকলেই ভুলে যাবো
আমাদের আহত বলে কিছু
ছিল না কখনো।

আর;
আমরা ভুলে যেতে যেতে ভুলে যাবো
মানুষের নয় কেঁচোদের,
শরীরে কখনো মেরুদণ্ড ছিল না।

পুনঃপ্রকাশ।
০২/০৭/১২

22 thoughts on “পাখিগুলো প্রতিবাদী হলে

  1. পাখিও কি জানে দেয়ালে পিঠ ঠেকলেই
    ঠোঁটে জাগে তার ভাষা?
    আমি তাকে কি দিই নাম –প্রতিবাদ?

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Star.gif.png

    1. পাঁচ তারা রেটিং এর জন্য ধন্যবাদ আজাদ ভাই। :)

  2. চমৎকার লিখা। ভালো লাগলো। ধন্যবাদ লেখককে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. ধন্যবাদ শাফি ভাই। আপনি নেই তারপরও আপনার মন্তব্য রয়ে গেছে। উত্তর দিচ্ছি। :( 

  3. এতো যে আমাদের আহত বিকেল
    ভাবি আঁধার ডাকলেই ভুলে যাবো
    আমাদের আহত বলে কিছু
    ছিল না কখনো।

    আমার পছন্দ হয়েছে। খুব পছন্দ।

    1. ধন্যবাদ আনু আনোয়ার ভাই। সালাম। 

  4. আর;
    আমরা ভুলে যেতে যেতে ভুলে যাবো
    মানুষের নয় কেঁচোদের,
    শরীরে কখনো মেরুদণ্ড ছিল না।

    ভাবি কিছু বলি, অাবার ভাবি কিছু না বলি। যেমন স্তব্ধ হয়ে আছি স্তব্দ হয়েই থাকি। শুভ কামনা আপনার জন্য।

    1. শুভ কামনা আপনাকেও কবি ফকির আব্দুল মালেক ভাই। :)

  5. আর;
    আমরা ভুলে যেতে যেতে ভুলে যাবো
    মানুষের নয় কেঁচোদের,
    শরীরে কখনো মেরুদণ্ড ছিল না।

    1. ধন্যবাদ আনিসুর রহমান ভাই। :)

  6. দারুণ কবি সুমন আহমেদ। এমন লিখা বারবার প্রকাশ পেলেও ভালো লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। 

  7. কবিতা পাঠে মুগ্ধ হলাম কবি সুমন আহমেদ ভাই।

    1. ধন্যবাদ কবি শাকিলা তুবা। 

  8. দূর্দান্ত প্রিয় কবি দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  9. অপূর্ব সুন্দর কবিতা! দারুণ লাগলো।  শুভেচ্ছা ভরপুর।           

    1. ধন্যবাদ কবি অর্ক রায়হান। :)

  10. সত্যই সুন্দর – কবি দা

    1. ধন্যবাদ কবি আলমগীর সরকার ভাই। :)

  11. বাহ্ সুন্দর……….

    1. ধন্যবাদ কবি ফারজানা শারমিন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।