পরষ্পর -০১

পরষ্পর -০১

অতঃপর-
আলিঙ্গনাবদ্ধ চুম্বনে একটি শিশু আত্মার জন্ম হলো
আমরা একটি অভিমূখে ধাবিত হতে থাকলাম!
একটি আলিঙ্গনের রাতে, একটি চুম্বনের শব্দে,
একটি উষ্ণতর মুহূর্তে পরষ্পর
পরষ্পরে গলে যেতে থাকলাম;

বাতাস গর্জে উঠলো; আকাশ বৈরি হলো
আমরা মিশে যেতে থাকলাম;

রাতগুলো-
আরো ঘনিষ্ট শব্দে, ক্রমশ: গভীর হতে থাকলো!

22 thoughts on “পরষ্পর -০১

  1. কবিতায় ঘটনা চলমান। বুঝে নিলাম আজও চলছে। অভিনন্দন মি. সুমন আহমেদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ প্রিয় আজাদ ভাই। :)

    1. ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. ধন্যবাদ কবি শাকিলা তুবা। ভালো আছি।

    1. খুশি হলাম নাজমুন নাহার আপা। :)

  2. তারপর সরিষা ফুল বাসর রাত

     

    1. তারপর সরিষা ফুল বাসর রাত। ধন্যবাদ কবি আলমগীর ভাই। 

  3. তারপর !! আরও চলুক সুমন ভাই।

    1. তারপর !! আবারও চলবে হরবোলা আবু সাঈদ ভাই।  

  4. আমি কবিতা পক্ষ 

    ছন্দরা মিলে পরস্পর হলুম  >> অনাবিল অবগাহনে..

     

    ভালবাসা ও    

    ভালবাসা রইলো প্রিয়  সুমন ভাইhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. অনেক ধন্যবাদ কবি দাউদ ভাই। :)

    1. ধন্যবাদ সালজার রহমান সাবু ভাই। 

  5. বুনন ভালো লেগেছে; এবং ফিনিশিং-

    "রাতগুলো-
    আরো ঘনিষ্ট শব্দে, ক্রমশ: গভীর হতে থাকলো!"

    1. ভালো লাগলো জেনে। ধন্যবাদ আপনাকে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।