ওখানে মেঘের মহল্লা জুড়ে তাবৎ বৃষ্টির কানাঘোষা
ওখানে মেঘের মহল্লা জুড়ে তাবৎ বৃষ্টির কানাঘোষা! এখানে শব্দ খুঁজি ঘুমন্ত বৃক্ষের সবুজ পাতার ললাটে। আজ চৈতালি মন যতদূর পারে মেলে দেয় দৃষ্টির ডানা! তোমার ওখানে জানালার দোষে সেধে পড়লো কি বিরহী রোদ চোরা বুকে? মেয়ে তোমার কোমল থেকে কিছু শব্দ তুলে নেবো ভেবে আঙ্গুলে ফাঁকে ব্যতিব্যস্ত হলো কবিতার কাঠপেন্সিল! বিশুদ্ধ মৌতাত জ্বেলে ভূ-মধ্য স্থল ভাগে; বলি মেয়ে এত দূর কেন মেঘেদের বাড়ি? সহজে পারি না ছুঁতে উড়াল যে জানে না এই মানবিক দুটি ডানা!
বিশুদ্ধ মৌতাত জ্বেলে ভূ-মধ্য স্থল ভাগে; বলি মেয়ে এত দূর কেন মেঘেদের বাড়ি?
জ্বী স্যার আজাদ ভাই।
ভীষণ গভীর হয় আপনার গদ্য সমূহ কবি সুমন আহমেদ দা।
ধন্যবাদ কবি রিয়া রিয়া।
অসাধারণ কবি সুমন ভাই। মনটা গলিয়ে দিলেন যে !!!
অভিভূত হলাম কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালো লাগা সুমন ভাই।
ধন্যবাদ কবি শাকিলা তুবা আপা।
চলুক কবিতার জোয়ার।
ধন্যবাদ হরবোলা আবু সাঈদ আহমেদ ভাই।
ভালো লাগে আপনার লেখা কবি সুমন আহমেদ।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন।
মন ভরে গেল। শেষের প্রশ্নটায় ভীষণ মুগ্ধতা —
ধন্যবাদ কবি মিড ডে ডেজারট ভাই।
চমৎকার কবি দা
অনেক ধন্যবাদ কবি আলমগীর ভাই।
কবিতা ছিলো নাকি??