যে তুমি তাক করে আছ বুকের ভঙ্গিমা
পকেট থেকে সুনসান মেঝেতে খসে পড়া ধাতব মুদ্রার শব্দের মতো কেঁপে উঠেলো মন আচানক। যে তুমি তাক করে আছ বুকের ভঙ্গিমা অমন ছুরি ছুরি … আমি খুন হয়ে যাই দ্বিধাহীন। খুন হতে হতে ছুঁয়ে দেই বুক … ছুঁয়ে দেই নাভি। কোন কোন মৃত্যুই বুঝি এমন আমি দ্বিধাহীন দেই ঝাঁপ নিশ্চিত মৃত্যু জেনে তোমার প্রান্তদেশে, বুকের চূড়ায়। নিষিদ্ধ লোবানের সুঘ্রাণ মেখে এক একটি চুম্বনের পর জেগে ওঠে শঙ্খচূড়। তুমি কেঁপে ওঠো, কেঁপে ওঠে কামনার তত্ত্ব-পুরাণ।
দীর্ঘ যে দিবস বয়ে গেছে নিদ্রাহীন, তোমার নাভির ওপর যে কৃষক লিখেনি চুম্বনের কৃষি, পৌরাণিক কৃষক আমি এক একটি চুম্বনে ভুলে যাও নির্ঘুম রাত, নাভির ওপর ওষ্ঠের অধিকার বিহীন ভোর, ভুলে যায় অলিখিত শোক। তোমার জলাঙ্গীর বনে জাগে আফ্রোদিতি, আমি বাজখাঁই ঈগল মুহূর্তেই করি তছনছ কামনার সংবিধান।
তোমার জলাঙ্গীর বনে জাগে আফ্রোদিতি, আমি বাজখাঁই ঈগল মুহূর্তেই করি তছনছ কামনার সংবিধান। চমৎকার কবিতা কবি সুমন দা।
খুউবি খুশি হলাম প্রিয় কবি রিয়া চক্রবর্তী।
অসাধারণ লাগে আপনার কবিতা।
ধন্যবাদ কবি সাজিয়া আফরিন। নিউজিল্যাণ্ডের খেলা চলছে তাই বোধ করি এতো রাতে !! আনন্দিত হলাম।
পুরোদমে দূর্দান্ত একটি কবিতা নিঃসন্দেহে সুমন ভাই।
বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হরবোলা আবু সাঈদ আহমেদ ভাই।
কোন কোন মৃত্যুই বুঝি এমন আমি দ্বিধাহীন দেই ঝাঁপ নিশ্চিত মৃত্যু জেনে। মন কেড়ে নিলেন সুমন ভাই। ভালোবাসা অফুরান।
আপনাদের অনুপ্রেরণার কাছেই আমার যতো ঋণ কবি সৌমিত্র চক্রবর্তী।
অনেক চেষ্টা করলাম, মাথা ধরে গেলো। কিছুই বুঝলাম না সুমন ভাই। আমি ভালো পোলা তাই
আমার ব্যর্থতাকে শর্তহীন ক্ষমা করবেন আসিফ আহমেদ ভাই। সহজ নিয়ে আসবো কখনও। ততোদিনে নিশ্চয়ই আরও ভালো মানুষ হয়ে উঠবেন আশা করি।
কবিতায় শাব্দিক আর কল্পনার দূর প্রসার; অনন্য এক মাত্রায় নিয়ে গেছে ভাই। অভিনন্দন।
অনেক ধন্যবাদ কবি শাকিলা তুবা।
'পকেট থেকে সুনসান মেঝেতে খসে পড়া ধাতব মুদ্রার শব্দের মতো কেঁপে উঠা মন আচানক।' এবং আচানক।
সময় পাল্টেছে, ভালোবাসি শব্দটির যোগ্যতাও পরিবর্তিত হয়েছে, এমনো দিনে বোধকরি এভাবে বললেও খুব একটা ক্ষতি বৃদ্ধি হয় না। 
মনে মনে ভাবছিলাম আপনার নতুন লিখা আসতে আর কত দেরী !! পেয়ে গেলাম।
একজন উদার মানুষ হিসেবে আমার লিখার হাতেখড়ি থেকে আপনাকে জানি আজাদ ভাই। শত ব্লগারের উৎসাহ অনুপ্রেরণাদানকারী নিঃসার্থ স্বল্পভাষী একজন মানুষ আপনি। নিজেকে যেন উৎসর্গ করেছেন অন্যের জন্য। মহানুভবতা ঈর্ষণীয়।
শব্দনীড়ের বন্ধুরা তাঁদের লিখায় আপনার শুভেচ্ছা পায়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। জানি অন্যের মাঝে বাঁচতে বেশী পছন্দ করেন আপনি। লিখা ছেড়ে দিয়েছেন ঠিকই তবু এখনও এফবিতে যে দুই এক লাইন লিখেন তা যেন আমাদের সহস্র লাইনেরও বেশী। পরম করুণাময় আপনাকে দীর্ঘজীবি করুন।
পৌরাণিক কৃষক আমি এক একটি চুম্বনে ভুলে যাও নির্ঘুম রাত, নাভির ওপর ওষ্ঠের অধিকার বিহীন ভোর, ভুলে যায় অলিখিত শোক।
অসাধারণ লিখেছেন । শুভেচ্ছা সতত ।
ধন্যবাদ ভাই শান্ত চৌধুরী।
ভালো লিখেছেন সুমন ভাই …
ধন্যবাদ সালজার রহমান সাবু ভাই।
চমৎকার কবি সুমন দা
ধন্যবাদ আলমগীর সরকার ভাই।
দীর্ঘ যে দিবস বয়ে গেছে নিদ্রাহীন, তোমার নাভির ওপর যে কৃষক লিখেনি চুম্বনের কৃষি, পৌরাণিক কৃষক আমি এক একটি চুম্বনে ভুলে যাও নির্ঘুম রাত, নাভির ওপর ওষ্ঠের অধিকার বিহীন ভোর, ভুলে যায় অলিখিত শোক। তোমার জলাঙ্গীর বনে জাগে আফ্রোদিতি, আমি বাজখাঁই ঈগল মুহূর্তেই করি তছনছ কামনার সংবিধান।
সত্যি অসাধারণ কবিতা কয়েকবার পড়ে ফেললাম তবু তৃপ্তি মেঠেনি, শুভ কামনা, সুমন ভাই
সুন্দর মন্তব্য কবি আদেল পারভেজ ভাই।
আমি তুমির দীর্ঘ খরায়, পোড়া যে প্রতিতী মোহ আজন্ম তারই চলে দ্রোহ; সে তো ফুরাবার নয়
মুগ্ধতা রেখে গেলাম কবি
ধন্যবাদ মান্নান ভাই।