ছিন্নবিচ্ছিন্ন কারিকুরি

ছিন্নবিচ্ছিন্ন কারিকুরি

মকাইবাড়ীর চায়ের ঠোঁটে আলতো চুমু দিলেই বাঁকুড়া পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমির শেষ প্রান্ত চলকে উঠে গায়ে ঢলে পড়ে। লালচে বাদামী মাটির ভাঁড় এক বুক মহুয়া নিয়ে টইটম্বুর গত শতাব্দীর টপ্পা ধরে অনায়াসে। জয়চণ্ডী পাহাড়ের ন্যাড়া চুড়ো লাজবন্তী প্রথম প্রেমিকার ভার্সান গায়ে গলিয়ে ঈষৎ মাথা ঝুঁকিয়ে একাকী আমন্ত্রণের সচিত্র কার্ড উড়িয়ে দেয় রুক্ষ রাঢ়ের দুশ্চরিত্র হাওয়ায়।

দেখতে দেখতে সকাল টুপ করে সূর্য প্রসব করে প্রসূতি আলস্যে অকাল ঘুমের তলায় তলিয়ে যায় কোনো আগাম নোটিশ ছাড়াই। অভিশপ্ত মরা ঘাসের হলুদ রূপকথার মাঠে আচমকা হৈ রৈ করে হাজির হয় একতাল কালো মেঘ। গিরগিটি আর তক্ষক আড়াল খোঁজে।

বিষ বাষ্প যত্নে বয়ে বেড়ানো কুচকুচে কালো খরিশ সামনের সহজলভ্য শিকার ফেলে মেতে যায় পিয়ানোর টুংটাং রিডে। থইয়া থইয়া নাচ জমা জলের বেড়ে ওঠা স্পর্ধায়। ডিপ্রেশন ছিঁড়ে ওপার থেকে ভেসে আসে অখণ্ড যৌন ইচ্ছার পোড়া মাটির সুতনুকা ক্লিওপেট্রা।

কয়েক শতাব্দীর কুমারী পাথরের খাঁজে লাজবন্তী উঁকি এক বালিকা সবুজ পাতার। মালভূমির পাঁজরের খাঁচার নীচে জমিয়ে রাখা কালো পোড়া অভিমান ভাসিয়ে ঝমঝম বৃষ্টি নামে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

28 thoughts on “ছিন্নবিচ্ছিন্ন কারিকুরি

  1. পড়লাম আর চোখ বুজে অসাধারণ একটা ছবি দেখলাম। সেই ছবির ভিতর একটা মেঘের বাড়ি আছে; সেখানের এক রাজকন্যা এসে আমার অন্তর বাজালো।  

    এবার চোখ খুলে ছবিটা দেখলাম,কী যে সুন্দর !  

  2. অসাধারণ একটি গদ্য কাব্য। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. কী দারুণ কাব্যিক শব্দসম্ভার । চমৎকার বুননে পাঠমুগ্ধ আবেশ । শুভকামনা দাদা ।     

    1. ভালোবাসা কবি বোন রুকশানা হক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. অসাধারণ কবিতা পড়লাম কবি সৌমিত্র চক্রবর্তী। 

    1. ভালোবাসাময় ভালোবাসা কবি সুমন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ভালোবাসা কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. ডিপ্রেশন ছিঁড়ে ওপার থেকে ভেসে আসে অখণ্ড যৌন ইচ্ছার পোড়া মাটির সুতনুকা ক্লিওপেট্রা। ভয়ানক সুন্দর কবিতা সৌমিত্র ভাই। 

  6. মালভূমির পাঁজরের খাঁচার নীচে জমিয়ে রাখা কালো পোড়া অভিমান ভাসিয়ে ঝমঝম বৃষ্টি নামে। কী অসাধারণ কবিতা। অবাক হলাম। 

    1. শুভেচ্ছা কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. তুমি চুপিচুপি বয়ে যাও বাতায়নে,
    আমার উগ্র চোখের পাপড়িতে- শিরায় শিরায়।
    আমি এলিয়ে দেই আমাকে সবুজাভ ঘাসের আবহে
    আসো তুমি চুপিচুপি

    1. চোখ বন্ধ করলেই এসে ভিড় জমাও তুমি
      অবষাদময় দিনে বা রাতে,
      বিষাদের আবছায়া, আবডালে
      কানাকানি পড়ে যায়। 
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  8. বৃষ্টিতে ধুয়ে যাক অভিমান
    তারপর না হয় লালচে বাদামী মাটির ভাঁড়ে চা খাওয়া যাবে চা চুমুতে। :)

    তুই কোথায় বালিকা?

    1. মালভূমির পাঁজরের খাঁচার নীচে জমিয়ে রাখা কালো পোড়া অভিমানে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  9. অনেক গভীরে ডুব দিয়ে লিখেছেন লেখক।

    1. ডুব দিলে উঠতে পারতাম না শাহাদাত ভাই। ভেসে ভেসে ভালোবাসায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  10. সৌমিত্র দা নতুন করে স্বপ্ন দেখা শেখালেন। অসম্ভব ভাল লাগলো।

  11. অপূর্ব, ঐন্দ্রজালিক লেখা! শুভেচ্ছা গ্রহণ করুন। 

    1. ঐন্দ্রজালিক !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif যাক তাও খুশি হলাম কবি অর্ক ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  12. আমার জন্য কিঞ্চিত জটিল হয়ে গিয়েছে দাদা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Razz.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।