শব্দটা কানে গেল সবারই… রিংটিং।
কোথাও একটা মোবাইলে নিরাপদ ডাক এলো
সবাই নড়েচড়ে বসলো
হাতের মোবাইল দেখলো
কিন্তু সবকটি যোগাযোগে অমাবস্যা জমেছে।
আলপিনের ছুঁচলো ডগায়
একদল আপাদমস্তক বিবস্ত্র মানুষ
পিএনপিসিতে ভয়ানক ব্যস্ত
ওদের প্রত্যেকের হাতে শুধু শস্তার
চায়না মেড
প্রত্যেকের মস্তিষ্কে নিজস্ব বুদ্বুদ
অথচ কোথাও রিংটোন বেজেই চলেছে
একটানা, ছেঁড়া ছেঁড়া।
মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে
তারপরেই ফিরে আসছে
ঈথারের টানেলে হামাগুড়ি দিয়ে,
মানুষগুলোর পরচর্চার টকঝাল
ঘটিগরম স্বাদলবণ এদিক ওদিক
খেই হারিয়ে সুতো উড়ছে কাদাগোলা আকাশে;
কোথাও একটা নিরবিচ্ছিন্ন সতর্কীকরণ বাজছে…
ছেঁড়া ছেঁড়া মেঘের মতো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কিয়া'র চেয়ে নিজকিয়া ভালো। নিজনিজ ভাবনা নিজেরই সাথে। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র।
ধন্যবাদ প্রিয় বড় ভাই। শুভেচ্ছা জেনো।
সবকটি যোগাযোগে অমাবস্যা জমেছে।
আলপিনের ছুঁচলো ডগায় — বাহ ! দারুণ লাগলো।
পিএনপিসি- পরনিন্দা পরচর্চা ?
শুভ কামনা ও শুভেচ্ছা রইলো কবি সৌমিত্র চক্রবর্তী
ধন্যবাদ জাহিদ ভাই। পিএনপিসি- পরনিন্দা পরচর্চা ? মোক্ষম ব্যাখ্যা। হাহাহহাহা।
ঈথারের টানেলে হামাগুড়ি দেয়ার চেয়ে আপনকীয়া/নিজকিয়াই ভাল দাদা।
ঠিক বলেছেন খালিদ দা।
উন্নত ভাব প্রকাশ,সুন্দর কথামালা ও কথামালার ব্যবহার। মুগ্ধ না হয়ে উপায় নেই পাঠকের। পুরোটা পড়ার জন্য যা যা দরকার তার পুরোটাই দিয়েছিনে এই আর্টিক্যাল নিজকিয়া ৪৮ এ।
ওয়াও শাহাদাত হোসাইন ভাই। দারুণ মন্তব্য।
আমার জীবনের সাথে একান্তই মিল।
সমবেদনা কবি নিতাই বাবু। তারপরও
নিজকিয়া। শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।
ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই।
শুভেচ্ছা জানবেন কবি।
ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন।
সুন্দর কবিতা শুভ রাত্রি প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী দা।।
ভালোবাসা কবি আদেল পারভেজ ভাই।
কবিতার মহাজয় হোক সৌমিত্র ভাই।
নিশ্চয়ই। কবিতার জয় হোক সাঈদ ভাই।
পরচর্চা খুব খারাপ একটি কাজ।মানুষে মানুষে সম্প্রীতিকে ধবংস করে দেওয়াই এর মূল লক্ষ্য।
ঠিক তাই মাহমুদুর রহমান ভাই।
ধন্যবাদ আসিফ আহমেদ ভাই।
ভালো লিখেছেন কবি সৌমিত্র।
ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা।
অপরূপ অনুভবে অনবদ্য কাব্য।
অনেক ভালোবাসা প্রিয় কবিভাই।
ভালোবাসা কবি সৌমেন দা।