নিজকিয়া ৪৮

শব্দটা কানে গেল সবারই… রিংটিং।
কোথাও একটা মোবাইলে নিরাপদ ডাক এলো
সবাই নড়েচড়ে বসলো
হাতের মোবাইল দেখলো
কিন্তু সবকটি যোগাযোগে অমাবস্যা জমেছে।
আলপিনের ছুঁচলো ডগায়
একদল আপাদমস্তক বিবস্ত্র মানুষ
পিএনপিসিতে ভয়ানক ব্যস্ত
ওদের প্রত্যেকের হাতে শুধু শস্তার
চায়না মেড
প্রত্যেকের মস্তিষ্কে নিজস্ব বুদ্বুদ
অথচ কোথাও রিংটোন বেজেই চলেছে
একটানা, ছেঁড়া ছেঁড়া।

মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে
তারপরেই ফিরে আসছে
ঈথারের টানেলে হামাগুড়ি দিয়ে,
মানুষগুলোর পরচর্চার টকঝাল
ঘটিগরম স্বাদলবণ এদিক ওদিক
খেই হারিয়ে সুতো উড়ছে কাদাগোলা আকাশে;
কোথাও একটা নিরবিচ্ছিন্ন সতর্কীকরণ বাজছে…

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

26 thoughts on “নিজকিয়া ৪৮

  1. ছেঁড়া ছেঁড়া মেঘের মতো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন কিয়া'র চেয়ে নিজকিয়া ভালো। নিজনিজ ভাবনা নিজেরই সাথে। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র। :)  

  2. সবকটি যোগাযোগে অমাবস্যা জমেছে।
    আলপিনের ছুঁচলো ডগায়  — 
    বাহ ! দারুণ লাগলো। 
     

    পিএনপিসি- পরনিন্দা পরচর্চা ? 

    শুভ কামনা ও শুভেচ্ছা রইলো কবি সৌমিত্র চক্রবর্তী

    1. ধন্যবাদ জাহিদ ভাই। পিএনপিসি- পরনিন্দা পরচর্চা ?  মোক্ষম ব্যাখ্যা। হাহাহহাহা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Laugh at.gif.gif

  3. উন্নত ভাব প্রকাশ,সুন্দর কথামালা ও কথামালার ব্যবহার। মুগ্ধ না হয়ে উপায় নেই পাঠকের। পুরোটা পড়ার জন্য যা যা দরকার তার পুরোটাই দিয়েছিনে এই আর্টিক্যাল নিজকিয়া ৪৮ এ।

    1. ওয়াও শাহাদাত হোসাইন ভাই। দারুণ মন্তব্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  4. প্রত্যেকের মস্তিষ্কে নিজস্ব বুদ্বুদ
    অথচ কোথাও রিংটোন বেজেই চলেছে
    একটানা, ছেঁড়া ছেঁড়া।

    আমার জীবনের সাথে একান্তই মিল। 

    1. সমবেদনা কবি নিতাই বাবু। তারপরও https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. নিজকিয়া। শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী। :)

    1. ভালোবাসা কবি সুমন আহমেদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. ধন্যবাদ কবি বোন সাজিয়া আফরিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. সুন্দর  কবিতা শুভ রাত্রি  প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী  দা।। 

    1. ভালোবাসা কবি আদেল পারভেজ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. নিশ্চয়ই। কবিতার জয় হোক সাঈদ ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  7. পরচর্চা খুব খারাপ একটি কাজ।মানুষে মানুষে সম্প্রীতিকে ধবংস করে দেওয়াই এর মূল লক্ষ্য।  

  8. দূরত্ব বাড়লেই গুরুত্ব বাড়ে। ১০০% সহমত https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  9. অপরূপ অনুভবে অনবদ্য কাব্য।

    অনেক ভালোবাসা প্রিয় কবিভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।