পল্লী বধু বালা,
অর্হনিশি শান্তবায়ে রুদ্ধকণ্ঠ গীতহারা
কাঁপা কাঁপা স্নিগ্ধ হাতে পুষ্পমালতী মালা
ফুলে ফুলে মধুকর খেলে লয়ে পুষ্পশরা
যৌবনের তরঙ্গ কুন্তলে অনন্ত মৌন চঞ্চলা ।
বনচ্ছায়ে চেয়ে আঁখি হেরি শুধু কহেলিকা
মাঘের হিম বায়ে বিকশিত পুষ্পদলে
ছায়াখানি মায়ামণি নিশীথের যৌবনিকা ।
গাঁধা ফুলে পল্লবমর্মরে গন্ধমাখা বাতাসে
পান্ড আকাশে ধ্রমবরণ কালোচুলে
প্রেয়সী রমণী উর্বসী নয়নজলে ভাসে
বৃষ্টির সুরে সুরে তরণী ঘাটে ধরণী তলে ।
দুরাশার পূরবী রাগিনী সুরে পল্লী বধু বালা
বিজন পথের ছায়াঘনবনে হেটে হয় সারা
হাসি মুখে ঘুরে ফিরে নবান্ন দুপুর বেলা
সখার তরে বিষন্ন মনে হয় শুধু ঘরছাড়া ।
–
17/11/15
6 thoughts on “পল্লী বধু বালা”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দুরাশার পূরবী রাগিনী সুরে পল্লী বঁধু বালা
বিজন পথের ছায়াঘনবনে হেঁটে হয় সারা
হাসি মুখে ঘুরে ফিরে নবান্ন দুপুর বেলা
সখার তরে বিষণ্ন মনে হয় শুধু ঘরছাড়া।
লিখাটি কিছুকাল আগের হলেও দক্ষতার ছাপ স্পষ্ট। অভিনন্দন কবি।
প্রেরণা পেলাম শ্রদ্ধেয় স্যার,কৃতজ্ঞতা জানবেন,,,!
কবিতার প্রতি সম্মান জানালাম কবি দা।
অশেষ শ্রদ্ধ্যা জানবেন
বাহ্ কবি ভাই।
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়,,,