যে পথ শেষ হয়ে গেছে

যে পথ শেষ হয়ে গেছে

পার হয়ে আসা পথ মিশে গেছে হিমশৈলের চূড়ায়,!
যে পথের অন্ত
নেই কোনো,
নেই কোনো সীমানা,!

ভোরের রঙ মেখে যে দিন আসে তোমার উঠোনে
ঝরা পাতার মর্মর শব্দে খুশিয়াল পাখিদের ডানায়,
সেই ভোরের
রঙে শিশির চাদরে
শেষ পথ চলা,!

মমের মত গলে যাওয়া গাছেরা জেগে থাকে
চাতক চোখে,
তারপর নেমে আসে
রৌদ্রুর বিছানায় দিনের শরীর জুড়ে নীলাদ্রচল,!

মেঘ পুরি মেঘ সীমানায় চেনা পথ বার বার হারায়,
যে পথ শেষ হয়ে গেছে
চোখের জলে মিশে নীরবে,!

০৯/০১/১৯

10 thoughts on “যে পথ শেষ হয়ে গেছে

  1. কবিতার জন্য অভিনন্দন প্রিয় কবি মি. সুজন হোসাইন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।