আঁকিবুঁকি ব্লাকবোর্ড।
চক ডাস্টার, চেয়ার টেবিল গুছানো।
কবিতার খাতা চুরি, জানালায় উঁকি।
দরজায় পাহারা বিশ্ব ভূমিক।
ক্লাশরুম। চোখ কান খুলে মুখে মুখে
ফিশ ফিশানি। চোখ রাঙানো নালিশ।
টিফিন, ছুটি, হৈ হুল্লোড়।
তেঁতুল, জামরুল, শালুক ফুল। কেউ চায়।
দাদাদের তাড়া, স্যারের কানমলা।
ক্লাশরুম। পরিপাটি বা জীর্ণ শীর্ণ তবুও স্মৃতিপট।
আঁকিবুঁকি ব্লাকবোর্ড।
চক ডাস্টার, চেয়ার টেবিল গুছানো।
০৬/০৫/১৯
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি দা।
শুভেচ্ছা গ্রহণ করলাম শ্রদ্ধেয় কবি
টিফিন, ছুটি,হৈ হুল্লোড়।
তেঁতুল, জামরুল, শালুক ফুল। নস্টালজিয়া।
কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন স্যার , ,
শুভ সকাল
শৈশব কৈশোরের কথা মনে পড়ে গেলো লিখাটি পড়ে কবি সুজন ভাই।
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় প্রিয় কবি
স্মৃতি বিজরিত একটি কবিতা পড়লাম।
আন্তরিক শুভেচ্ছা জানবেন প্রিয় কবি
পুরোনো সেই জীবনের কথা মনে পড়ে গেলো।
লেখাটি স্বার্থক এমন মন্তব্য পেয়ে,,,
শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়
আপনার কবিতা পড়ে স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আপনাকে সহস্রবার ধন্যবাদ । সাথে শুভকামনা।