প্রাক্তন

শিথিল করবী বাধা চুল
কাজল গহনে দূর দিশা চোখ,
রক্তজ ঠোঁট
মুগ্ধ মলাটে বাধা নাম মহুয়া
এটুকুই মনে পড়ে।

যেখানে যা ছিল
অধিকাংশই নেই,

মহাকাল রাখালের বেশে
তাড়িয়ে নিয়ে গেছে পলকে পলকে,
বদলে গেছে সব
অল্প যা অবশিষ্ট
তাকে মোহ বলা যায়,

দিগভ্রান্ত প্রাক্তন প্রেমিকের মোহ।

15 thoughts on “প্রাক্তন

  1. অনেক সুন্দর একটি কবিতা, শুভেচ্ছা জানবেন    

    1. সুজন ভাই আপনার নামটা আমার ভাললেগেছে, আপনি আমার লিখে পড়েছেন এটাও ভাললেগেছে, আপনার জন্য অনেক শুভকামনা রইল,  ভাল থাকুন।

      1. আপনার মন্তব্য কিছু বুঝলাম আর কিছু বুঝলাম না, ,,প্লীজ বুঝিয়ে বলবেন ,,,      

  2. বদলে গেছে সব অল্প যা অবশিষ্ট …
    তাকে মোহ বলা যায়, দিগভ্রান্ত প্রাক্তন প্রেমিকের মোহ। চমৎকার কবিতা মি. নিশাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. ভাল লাগলো জনাব, অনেকদিন পর বাড়ি ফিরলাম, ভাল লাগছে খুব।

    1. অনেক কাল লিখতে ভাল লাগেনি, সময় পেলে আবারো লিখব প্রিয় ব্লগে।

  3. ভালোবাসা প্রিয় কবি। অনেকদিন পর। কেমন আছেন ?

    1. আলহামদুলিল্লাহ ভাল আছি সুমন ভাই, আমি যখন ছ সাত বছর  আগে ব্লগে লিখতাম, তখন আপনাদের পদচারণায় ব্লগ মুখরিত থাকতো। ভাল লাগলো আপনাকে দেখে।

  4. দারুণ কবি ভাই। শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. তুবা আপা, আমি কিন্তু আপনার লিখার একজন ভক্ত।

মন্তব্য প্রধান বন্ধ আছে।