প্রেমের আগুন জ্বলে জ্বলে
জীবন হোক,জ্বলন্ত জীবন।
ভালোবাসার জীবন।
চোখের জল শুকিয়ে
ইচ্ছে পুড়ে যাক।
স্বপ্ন গুলো কুয়াশার মত বেওয়ারিশ।
বুকের মাঠ ধূ-ধূ মরু প্রান্তর
আবেগী চিৎকার নির্ঝর মরিচিকা।
বিচ্ছেদে বিরহী মরণ।
০৫/০৫/১৯
প্রেমের আগুন জ্বলে জ্বলে
জীবন হোক,জ্বলন্ত জীবন।
ভালোবাসার জীবন।
চোখের জল শুকিয়ে
ইচ্ছে পুড়ে যাক।
স্বপ্ন গুলো কুয়াশার মত বেওয়ারিশ।
বুকের মাঠ ধূ-ধূ মরু প্রান্তর
আবেগী চিৎকার নির্ঝর মরিচিকা।
বিচ্ছেদে বিরহী মরণ।
০৫/০৫/১৯
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চমৎকার কবি —–
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি মি. পথিক সুজন।
বিচ্ছেদের কবিতাটি পড়লাম কবি পথিক সুজন।
জীবন ভালোবাসাময় হোক কবি পথিক ভাই।
অভিনন্দন প্রিয় কবি দা।
সুন্দর লিখেছেন।