ছয় বছর আগের একটি লেখা। আবারো প্রাসঙ্গিক মনে হলো।
হালাল-হারাম
হালাল হারাম এই কথাটা
কেউ বুঝেছেন ভাই ?
আমার হলেই হালাল হবে
আপনার হলে নাই।
ইসলামে সুদ হারাম জানি
এখন হালাল শুনি
গনিমতের মাল হলে কি
হালাল, ধর্ষক, খুনি ?
হালাল বেকন, সসেজ আছে
হালাল বিয়ার মদ
হালাল মর্টগেজ, সাবান, সুইট
খুশিতে গদগদ !
বেশ্যালয় ও হালাল যদি
হারাম কি আর বাকি !
নাকি শুধু হালাল হারাম
ধোকাবাজি, ফাঁকি I
হারাম নামের সব কটাকে
জায়েজ করার খায়েশ !
দুনিয়া যদি কিছুই না, ক্যান ?
এতো আরাম আয়েশ !
একজন বললো, চলেন উমরাহ করে আসি।
আমি বললাম, হালাল নাইট ক্লাবে যাওয়ার ধান্দা।
বিষের বোতলের উপর মধু লিখলে যেমন, মধু হয়না, তেমনি নাইট ক্লাব ও কখনো হালাল হয়না।
নাইট ক্লাব হালাল হয় কি করে ? হালাল শব্দের অপপ্রয়োগ মনে হলো।
বেশ্যালয় ও হালাল যদি হারাম কি আর বাকি !
নাকি শুধু হালাল হারাম ধোকাবাজি, ফাঁকি।
হায় সৌদি আরব।
সৌদি আরবের লাত বাত্তি জ্বলতে দেরি নাই।