পুনশ্চঃমুখোমুখি

গোধূলি সিঁথির ভাঁজে নির্জনে রাত নেমে আসলে
মেয়েলি হাতের স্পর্শে শিউলির জানালা খুলে দেয়
বাতাসে ঝিঁঝিঁর গন্ধ!

শিয়রে দাঁড়িয়ে রূপবতী চাঁদ-মুখোমুখি “তুমি আমি”!
জোছনার উঠোন জুড়ে নিঃশব্দময় আকুলতা
তুমি বলবে না আমি বলবো এই দ্বিধাদ্বন্দের ব্যকুলতা।

দিন মাস বছর ঋতু শেষে আজ তুমি নিরুত্তর,
রঙিন সম্পান জোড়া ভ্রু,রেল লাইন সমান্তরাল ঠোঁট
ভোরের নদীর মতো শান্ত কোমল।

মুখোমুখি ” তুমি আমি”,নিঃশ্চুপ গাঢ় রাত্রি
ধূসর মৃত্যুর চোখ আহ্লাদে ভরা- যেন নগ্ন খুনি জোছনা ।
আলো মাড়িয়ে আসা নীরব সন্ধ্যা,
এই রাত থমকে গেছে আমাদের মধ্যমায়।

প্রণয়ী অন্ধকার ভোরের উপকূলে ঝরে পড়া
কবুলের মতো নিশ্বাস নিতে নিতে বলে –
যেতে হবে দূরে, দূর থেকে বহুদূরে।
দেখে নাও এই ঠোঁট, এই চোখ, এই চুল,
আর এই যে আঙুল যা একদিন তোমার আপন ছিল।

বলা না বলা কথা রয়ে গেলো বুকে,চলে গেলে তুমি,
অথচ একটি রাত কেটে গেলো আমাদের
মুখোমুখি “তুমি আর আমি” পুনশ্চঃ ভোরে, পুনশ্চঃ রাতে।

২৪/০৯/১৯

7 thoughts on “পুনশ্চঃমুখোমুখি

  1. সুন্দর উপস্থাপনা। কাব্যিকতায় মুগ্ধ হলাম প্রিয়কবি।
    জয়গুরু!

  2. শিয়রে দাঁড়িয়ে রূপবতী চাঁদ-মুখোমুখি “তুমি আমি”!
    জোছনার উঠোন জুড়ে নিঃশব্দময় আকুলতা
    তুমি বলবে না আমি বলবো এই দ্বিধাদ্বন্দের ব্যকুলতা।  https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।