শহর থেকে দূরে

দূরে যাবো দূরে,শহর থেকে নির্জনে সবুজ কোনো বনে
জোনাক খামে কিছু স্বপ্ন আনবো তোমার জন্যে কিনে ।

রাখালিয়া পথে রাখালিয়া বাঁশির সুরে
ভুলেই যাবো এমন ব্যস্ত-কোলাহল
এমন পাথুরে শহর।

মন ভুলানিয়া পাখির গানে গানে শুধুই
মন মাতিয়ে সাজবে অপরাহ্নে ওই
নীরব নিথর প্রহর ।

দূরে যাবো দূরে,অচিন কোনো গায়ে অচিন কোনো ঘরে
ছোট্ট সেই ঘর প্রেম সুধায় থাকবে নিত্য স্বর্গ সুখে ভরে।

০৩/১০/১৯

6 thoughts on “শহর থেকে দূরে

  1. মন ভুলানিয়া পাখির গানে গানে শুধুই
    মন মাতিয়ে সাজবে অপরাহ্নে ওই
    নীরব নিথর প্রহর।

    শুভ জন্মদিন কবি পথিক সুজন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. কবিতায় শুভেচ্ছার পাশাপাশি শুভ জন্মদিন পথিক সুজন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. অভিনন্দনের পাশাপাশি জন্মদিনের শুভেচ্ছা কবি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আলগোছে রেখে যাই সংঘাত, রাষ্ট্রের সকল অসভ্যতা ও সন্ত্রাস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif HPD. 

মন্তব্য প্রধান বন্ধ আছে।