মধ্যবিত্ত

মধ্যবিত্ত,
একটি গল্পের নাম, যা এখনো শেষ হয়নি।
অনাদিকাল ধরে চলছে তো চলছে
আরও কত বৎসর চলবে জানা নেই।

মধ্যবিত্ত,
একটি অলিখিত প্রেমের নাম, যা কখনো লেখা হবে না।
মধ্যবিত্তে ভালোবাসলে নারীরা হয়ে যায় পাহাড়
ছেলেরা হয়ে যায় অর্নগল ঝরে পড়া ঝর্ণা।
মেঘের আঁচল টেনে বুকে তুলে ঝড়ের বজ্রধ্বনি।

মধ্যবিত্ত,
একটি ফুলের নাম, যার সুভাস দুর্গন্ধ ছড়ায় কেবলই।
জ্বলন্ত কাঠের মতো হৃদয় পুড়বে
তবুও চন্দন জলে কেউ বৃষ্টি পাঠাবে না।

মধ্যবিত্ত,
একটি স্বপ্নের নাম, শ্মশান বুকে শুধু মেঘ জমিয়ে রাখা।
মেঘের ঢেউয়ে আঁচল ভরে সযত্নে কষ্ট লুকিয়ে রাখা।

০১/১১/১৯

21 thoughts on “মধ্যবিত্ত

  1. মধ্যবিত্ত, একটি গল্পের নাম, যা এখনো শেষ হয়নি।
    অনাদিকাল ধরে চলছে তো চলছে, আরও কত বৎসর চলবে জানা নেই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. মধ্যবিত্তে ভালোবাসলে নারীরা হয়ে যায় পাহাড়
    ছেলেরা হয়ে যায় অর্নগল ঝরে পড়া ঝর্ণা।

    কবিতায় সত্য বলেছেন কবি পথিক সুজন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. মধ্যবিত্ত,
    একটি স্বপ্নের নাম, শ্মশান বুকে শুধু মেঘ জমিয়ে রাখা।
    মেঘের ঢেউয়ে আঁচল ভরে সযত্নে কষ্ট লুকিয়ে রাখা।

    কবিতায় বাস্তবতা। নিরন্তর শুভেচ্ছা মি. পথিক সুজন। শুভ সন্ধ্যা। :)

  4. মধ্যবিত্ত হচ্ছে একটি অলিখিত প্রেমের নাম, যা কখনো লেখা হবে না।

    লেখাটি কন্ট্রাডিকটরী হয়ে গেলো না তো? https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    1. বিষয়টি ভেবে দেখছি শ্রদ্ধেয়। ধন্যবাদ জানবেন   

  5. মধ্যবিত্ত,
    একটি স্বপ্নের নাম, শ্মশান বুকে শুধু মেঘ জমিয়ে রাখা।
    মেঘের ঢেউয়ে আঁচল ভরে সযত্নে কষ্ট লুকিয়ে রাখা।

     

    * আসলে যত ভোগান্তি কেবল মধ্যবিত্ত শ্রেণির… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  6. মধ্যবিত্তে ভালোবাসলে নারীরা হয়ে যায় পাহাড়
    ছেলেরা হয়ে যায় অর্নগল ঝরে পড়া ঝর্ণা।

    বাস্তবতা নিয়ে লেখস কবিতাটি পড়ে মুগ্ধ হলাম। কবিকে শুভেচ্ছা।   

  7. জীবনের খুব কাছে থেকে জীবনকে দেখতে পায় মধ্যবিত্তরাই 

  8. মধ্যবিত্তের জীবনযন্ত্রণা নিয়ে আমারো একটা লেখা আছে ।কবিতাটি ভালো হয়েছে ।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।