আনন্দভূমে-

ইদানিং হারিয়ে যেতে বড্ড ইচ্ছে করে-
লোকালয় থেকে অনেক দূরে, দৃষ্টি সীমার ওপারে
যেথায় লোভ নেই, দ্বেষ নেই; নেই স্বার্থের হানাহানি
মরীচিকা নেই, নির্ঝর থেকে নেমে আসে স্বচ্ছ জলরাশি।

আঁধার রাতে জ্বলে জোনাকির আলো
ঝিঁঝির ডাকে সুরের মূর্ছনায় সন্ধ্যা এলো
বাতায়ন পাশে বন্য হরিণ খেলা করে আপন সুখে
শিকারি নেই এখানে; হিংস্রতার বহিঃপ্রকাশে।

হিজল তমালের ডাল বেয়ে ঝরে পড়ে শিশির ফোটা
মেঘ বালিকারা নৃত্যেরত পদ্মপাতায় সদ্যফোটা
বিজলির মত এখানে নেই বারুদ বোমায় আতঙ্কময়
অরোণোদয় হয় নাটার রঙের শোভায় দ্যুতিময়।

সেখানে কেউ জেতে না, তোমাকে হারিয়ে
জয়ের নেশায় ছুটে না মিথ্যে প্রলোভন দেখিয়ে
সেখানে নেই কোন সন্ন্যাসী; হয় না কেউ পথের বিবাগী
পথই তাকে বুকে টেনে নেয়, আছে যত জগৎ অভিমানী।

ভেসে বেড়াবে তুমি স্বপ্নরথে; আনন্দ কোলাহল
মরীচিকার মিথ্যে আস্ফালনের নেই ধুম্রজাল
আছে শুধু স্বপ্নপিয়াসীর স্বপ্নের আবাহন
আনন্দময়ীর আগমনে হবে আনন্দময় ত্রিভূবন।

22 thoughts on “আনন্দভূমে-

  1. কবিতার মুগ্ধ পাঠে মন্তব্যে প্রথম হওয়ায় নিজেকে অভিনন্দন জানাচ্ছি স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এমন আনন্দভূমে যদি আমি একবার যেতে পারতাম। জাগতিক সব দুঃখ কষ্ট হতাশা ভুলে থাকতে পারতাম। শুভেচ্ছা নেবেন কবি ভাই। :)

    1. * প্রিয় কবি, এমন আনন্দভূম মম অন্তরের সৃষ্টি। মাঝে মাঝে ডুব দিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করি….।

      ভালো থাকুন নিরন্তর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

       

  3. চলুন যাই আনন্দভূম।

    বাতায়ন পাশে বন্য হরিণ খেলা করে আপন সুখে
    শিকারি নেই এখানে; হিংস্রতার বহিঃপ্রকাশে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. * অভিনন্দন প্রিয় কবি। নিজ অন্তরে সৃষ্টি করে নেয়া যায় এমন আনন্দভূম… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আহা !! এ যেন স্বর্গধাম। ভালোবাসা কবি দিলওয়ার হুসাইন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. * অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা প্রিয় কবি দাদা…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. * প্রিয় কবি, আপনাদের অনুপ্রেরণা হোক আমার চলার পাথেয়>>>কৃতজ্ঞ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. লোকালয় থেকে অনেক দূরে, দৃষ্টি সীমার ওপারে আনন্দভূমে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_whistle3.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_whistle3.gif

    1. * স্বাগতম প্রিয় কবি ও কথাশিল্পী… https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. ইদানিং হারিয়ে যেতে বড্ড ইচ্ছে করে-
    লোকালয় থেকে অনেক দূরে, দৃষ্টি সীমার ওপারে
    যেথায় লোভ নেই, দ্বেষ নেই; নেই স্বার্থের হানাহানি

    এই অধমকে সাথে নেওয়া যাবে না-কি? আমারও ঠিক এরকমই ইচ্ছে জাগে।  

    শ্রদ্ধেয় কবি দাদাকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন সবসময়।       

  7. * আনন্দভূমের দ্বার সবার জন্য উন্মুক্ত।

     স্বাগতম প্রিয় কবি…. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  8. সেখানে কেউ জেতে না, তোমাকে হারিয়ে
    জয়ের নেশায় ছুটে না মিথ্যে প্রলোভন দেখিয়ে
    সেখানে নেই কোন সন্ন্যাসী; হয় না কেউ পথের বিবাগী
    পথই তাকে বুকে টেনে নেয়, 

     

    অনেক সুন্দর লাগলো।। শুভেচ্ছা জানবেন।    

মন্তব্য প্রধান বন্ধ আছে।