যে রমণী এখনো নারী হয়ে ওঠেনি
সে এখনো অবুঝ মেয়ে।
যে রমণী রোজ নাক ফুল পরে-অথচ
বুঝেনি তার মানে, সে এখনো পৃথিবী দেখেনি।
যে রমণী এখনো জানেনি নাকফুল শুধু নাকফুল নয়,
নাকফুল একটি জীবন,
নাকফুল একটি পরিচয়,
নাকফুল এর প্রতি কুঁচির ভাঁজে থাকে হাজার স্বপ্ন।
নাকফুল একটি জীবনের না বলা একটু একটু গল্প।
নাকফুল একটি রমণীর আশা, আকাঙ্খা, হাসি, কান্না ।
নাকফুল মানেই সারা জীবনের সুখ দুঃখের
হিসেব না মেলা জটিল গণিত ।
যে রমণী সতত মায়া মমতা স্পর্শ ভুলে কাছে
টেনে নিয়েছিল প্রিয় “নাকফুল”,
পরেছিল নাকের ডগায় ঝুলে থাকা চাঁদের স্বপ্ন আলোয়।
বুকে গেঁথে নিয়েছিল স্বেচ্ছায় গিলতে না পারা বিষ কাঁটা।
সে রমণীও ভেবেছিল, নাকফুলে মেয়েরা হয়ে যায় পূর্ণ নারী।
২৬/১১/১৯
যে রমণী সতত মায়া মমতা স্পর্শ ভুলে কাছে
টেনে নিয়েছিল প্রিয় “নাকফুল”,
পরেছিল নাকের ডগায় ঝুলে থাকা চাঁদের স্বপ্ন আলোয়।
* সুন্দর উপস্থাপনা….
অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
নাকফুল এর প্রতি কুঁচির ভাঁজে থাকে হাজার স্বপ্ন।
নাকফুল একটি জীবনের না বলা একটু একটু গল্প।
অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়।
চমৎকার কবিতা প্রিয় কবি ভাই।
অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
সে রমণীও ভেবেছিল, নাকফুলে মেয়েরা হয়ে যায় পূর্ণ নারী।
একটি কবিতায় এতো গুলোন ভাবনার ইনপুট আমাকে বেশ অবাকই করে দিলো।
অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
অসাধারণ প্রিয় কবি দা।
অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
দারুণ কবি পথিক সুজন ভাই।
অনেক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়