অপেক্ষা

ভাঙনের সুরে বুকের পাড়ে
যে ঢেউ আছড়ে পড়ে
চোখের ধারায় যে পথিকের
পথ নদী হয়ে বয়ে যায় ।।

নির্ঝরের মত যার অবিরত চোখের ঢেউ সময়ে সময়ে
মোহন বাঁশরী বাজায় তারও একদিন সব কিছু ছিল ।।

কান্নার রোল তুলে যে বাউল
ঘর ছাড়ে সন্ন্যাসী হবে বলে
তারও একদিন স্থায়ী ঘর হয়
চোখের নদী শুকিয়ে গেলে ।।

শুধু সময়ের অপেক্ষা,
কার কখন কূল ভাঙে,কার কখন ভাঙার গান সাধে
কার কখন কূল গড়ে, কার কখন নতুন জীবন বাঁধে ।।

১৬/০১/২০২০

3 thoughts on “অপেক্ষা

  1. লম্বা বিশ্রামের পর সম্ভবত আপনার কবিতা পড়লাম। শুভেচ্ছা মি. পথিক সুজন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।