অপেক্ষায় থেকে যে দুটি আঁখি
সতত ঝরায় অশ্রু জল
সেও জানে দিনের পর রাত আসে,রাতের পর দিন ।
যে চলে যায় সে চলেই যায় সব রেখে
যে ফিরে আসে সে কোনো বাঁধাকেই উপেক্ষা করে না।
তুমিও ঠিকই ফিরে আসবে একদিন
সেদিন এই চোখের হয়ে যাবে চির অবসান ।।
অবসান,
২৯/০১/২০২০
অপূর্ব
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়।
সেও জানে দিনের পর রাত আসে, রাতের পর দিন ।
যে চলে যায় সে চলেই যায় সব রেখে যায় স্মৃতি।
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
অসাধারণ
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
অসাধারণ । শুভেচ্ছা….
শুভেচ্ছা গ্রহণ করলাম।। আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়