আমাদের এক আকাশ – অযুত কোটি তারা,
আমাদের এক পৃথিবী, সীমাহীন প্রান্তর,
তবুও কেন —
আমরা অনন্ত কাল
একই পথে দুই জনের বিপরীতে একা যাত্রী…।
4 thoughts on “বিপরীত”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমাদের এক আকাশ – অযুত কোটি তারা,
আমাদের এক পৃথিবী, সীমাহীন প্রান্তর,
তবুও কেন —
আমরা অনন্ত কাল
একই পথে দুই জনের বিপরীতে একা যাত্রী…।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সংক্ষিপ্তে সুন্দর।
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
সুন্দর উপস্থাপন ।
ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়