টুকটুকে লাল শাড়ি পড়েছো কেন?
তুমি যেনো কনে বউ মুখ লুকানো।
আমায় দেখে কি তবে এত লাজ এলো?
এবার না হয় লাজ ভুলে মুখটা তোল।
পুরানো প্রেম এসো তবে নেই ঝালিয়ে।
প্রেম দিয়ে দুঃখ যত দাও ভুলিয়ে।
ফুটেছে ফুল দেখো কানন ভরে।
গাছে পাখি গাইছে গান মহাসরবে।
মানুষগুলো শুধু আজ ঘরবন্দী।
বাইরে যাবার ছুতোয় নানা ফন্দি।
চেয়ে দেখো পৃথিবী বড় মোহময়।
দুর হোক মহামারি মানুষের হোক জয়।
Excellent