জোছনা ঝরানো কোনো এক হৈমন্তী রাতে
একটি রাস্টিক ল্যান্ডস্কেপ নিয়ে
চলে যাই দুজনে চেনা জানা দৃষ্টির বাইরে !
খুউব গভীর একটা হাওয়া,
অথচ অনেক আরামদায়ক হবে,
বয়ে যাবে আমাদের হৃদ মাঝে !
ধুলো উড়ে গেলে, ডাহুকের লাল চোখে
শতাব্দীর রাত জাগা আমাদের ভাবিয়ে তুলে !
তারপর এক সময়, ঠিক তার আরও কিছু পর
ছায়ার লিপিতে রাতের কত শত কথা
গেঁথে যায় ঝরে পড়া কবুলের ফুল সযতনে !
তারপর একদিন তুমি আমি তারা হবো হাজার
আলোক বর্ষ দূরের পথে ভাবনার মিথ ভুলে !
ছায়ার লিপিতে রাতের কত শত কথা
গেঁথে যায় ঝরে পড়া কবুলের ফুল সযতনে ! ____ চমৎকার।