প্রেমের গুচ্ছ অণুছড়া

2754

এক।।
রূপে গুণে ভারি সুন্দর
ভীষণ মিষ্টি ঠোঁট
পাশের বাড়ির পরী পাবে
আমার পূর্ণ ভোট।

দুই।।
মনে আছে সোমার বন্ধু
ফার্স্ট ইয়ারের রাখি
ভুলতে আজো পারিনা তার
নেশায় ভরা আঁখি।

তিন।।
প্রথম দেখায় যাকে সেদিন
সপে ছিলাম দিল
রূপা নামের ফর্সা মেয়ের
গালে ছিলো তিল।

চার।।
মনে পড়লে আজো তারে
প্রেমেতে খাই দোল
হাসতো যখন সুন্দরী রাই
গালে পরতো টোল।

1 thought on “প্রেমের গুচ্ছ অণুছড়া

  1. মনে পড়লে আজো তারে
    প্রেমেতে খাই দোল
    হাসতো যখন সুন্দরী রাই
    গালে পরতো টোল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।