ফুটপাত, ধুলাবালি।
ব্যস্ত নগরীর কোলাহল। পিছনে ফেলে ঘরে ফিরা।
ফিরে আসার সাঁঝ। শিমুল গাছ।
ঢুস দাঁড়িয়ে ভাঙ্গা সাঁকো।
বাঁকা পথ পেরুলেই উঠোন। লাউ মাঁচা।
চেনা ডাকে স্থির চোখ। চৌকাঠ মাড়িয়ে আসা।
তৃষিত চোখের তৃষ্ণা মিটিয়ে শুধু চেয়ে থাকা।
ম্লান মুখ, সিক্ত চোখ।
পৃথিবী ভুলে, অজান্তেই জড়িয়ে কাঁদা “মা-মা” বলে।
ফিরে আসার সাঁঝ। শিমুল গাছ।
ঢুস দাঁড়িয়ে ভাঙ্গা সাঁকো।
বাঁকা পথ পেরুলেই উঠোন। লাউ মাঁচা।
নিজের ঘরে নেই কবি। তবে থাকার মতো একটা ঘর আছে। সেই ঘরে রোজ ফিরতে হয়।
শুভকামনা থাকলো।