প্রতিদিন সূর্য উঠছে, আবার ডুবে যাচ্ছে।
এই যে সাদা-সাদা মেঘেদের নিচে
সবুজ – সবুজ ঘাসে মিশে বেঁচে আছি
আমি এক স্বপ্ন মানুষ।
যে কি না আমার আমিকে
নিঃশব্দে ডুবে যেতে দিচ্ছি গভীর সমুদ্রে।
যেখানে আমার সত্য আমার চোখে
শব্দের অনুরণন হয়ে বেজে যাচ্ছে।
আর আমি ডুবে ডুবে ঢেউ গুণি স্মৃতির সমুদ্রে।
আমার অতীত শুধুই আমার অতীত,
সে দিনগুলো স্মৃতির ক্যানভাসে যেন ধোয়া
কাদামাটির মলিন ভাস্কর্য এক।
অথচ,
জীবন ঘুরছে আর মন তার অস্তিত্ব খুঁজছে।
সে দিনগুলো স্মৃতির ক্যানভাসে যেন ধোয়া
কাদামাটির মলিন ভাস্কর্য এক।
জীবন ঘুরছে আর মন তার অস্তিত্ব খুঁজছে।