কতকাল আঙুল ছঁইনি, ছুঁইনি নীল রঙা ফুল।
কতকাল দেখিনি,
ভোরের শিশিরে মুখের মিছিল
লাবণ্যে ছুঁয়ে থাকা ঝরা বকুল।
দীপন্তি,
তুমি এলে, বড় দেরি করে এলে
মেঘময় আকাশ মধ্যরাতে ডাক পাঠাবে
এখন তুমি যাও, চলে যাও।
বুকের শ্মশানে এখন অসম্ভব নির্জনতা
কাঁটার ঝোপঝাড়ে মাকড়সার জাল।
সেদিনের ক্ষতটা এখনো স্পষ্ট দেখা যায়
পূর্ণিমা চাঁদের মত জ্বল জ্বল করছে।
আমাদের বাইরে বাইরে দূরত্ব বেড়েছে অনেক
কিন্তু ভিতরে ভিতরে ভাঙছে পরিত্যক্ত ঘরদালান।
মনের ভিতরে মন জমে আছে আঁধার বিস্মৃতি
ক্ষুরে ক্ষুরে খায় ঘুণ পোকা বুকের জলচকি
পড়ে আছে পরিত্যক্ত চশমা, নষ্ট ঘড়ি।
থাক সব পড়ে থাক, ধুলো জমে ঝাপসা হয়ে যাক
তোমায় দেখার চোখ। তবুও বলবো
এই আমি এখনো তুমি ছাড়া ভালো আছি “দীপন্তি”।
তুমি এলে, বড় দেরি করে এলে
এখন তুমি যাও, দূর বহু দূরে চলে যাও।
কতকাল আঙুল ছঁইনি, ছুঁইনি নীল রঙা ফুল।
কতকাল দেখিনি,
ভোরের শিশিরে মুখের মিছিল
লাবণ্যে ছুঁয়ে থাকা ঝরা বকুল।
কতকাল দেখিনি,
ভোরের শিশিরে মুখের মিছিল
লাবণ্যে ছুঁয়ে থাকা ঝরা বকুল। কতকাল আঙুল ছঁইনি, ছুঁইনি নীল রঙা ফুল।
দারুণ লিখেছেন