প্রোমোটারের যে মাফিয়াটি মন্ত্রীর ছাতার তলায় ছিল
তাকে মৃত্যুদণ্ড দিলাম,
অভাবী সংসারের যে মেয়েটি ধার করে টাকা দিয়েছিল
মন্ত্রীর শাগরেদদের, সেই মন্ত্রীকে মৃত্যুদণ্ড দিলাম,
চাল নেই বলে যে বউটি মন্ত্রীর চামুণ্ডের রুগ্ন শিস্ন দ্বারা ধর্ষিত হয়েছিল
সেই মন্ত্রীকে মৃত্যুদণ্ড দিলাম,
আমার রাষ্ট্রের, আমার রাজ্যের প্রতি সেকেন্ডে যারা রক্ত শুষে নিচ্ছে
তাদের মৃত্যুদণ্ড দিলাম,
আমিই ভোটার, আমিই ধর্মাবতার, কলমের নিব ভেঙে আদর করলাম আমার দেশকে।
2 thoughts on “রায়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
আমার রাজ্যের প্রতি সেকেন্ডে যারা রক্ত শুষে নিচ্ছে
তাদের মৃত্যুদণ্ড দিলাম, আমিই ভোটার, আমিই ধর্মাবতার, কলমের নিব ভেঙে আদর করলাম আমার দেশকে।
অফুরান শুভেচ্ছা কবি সৌমিত্র দা। রায় না মেনে পারলাম না।