মুজিব অর্থ

মুজিব অর্থ

মুজিব মানে মুক্তি।
মুজিব মানে মুক্ত আকাশে
ডানা ভাঙার চুক্তি।

মুজিব মানে জয়।
মুজিব মানে প্রাপ্য আদায়ের
সৈনিক অকুতোভয়।

মুজিব মানে শক্তি।
মুজিব মানে মাও মাটিকে
স্বপ্রনোদিত ভক্তি।

মুজিব মানে অর্জন।
মুজিব মানে দুঃখ ভুলে
৭ই মার্চের গর্জন।

মুজিব মানে গড়া।
মুজিব মানে প্রতিবাদ মিছিলে
নতুন করে লড়া।

মজিব মানে সুর্য্য।
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি
এক হাতে রণ তূর্য্য”।

2 thoughts on “মুজিব অর্থ

  1. মজিব মানে সূর্য্য

    “মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি
    এক হাতে রণ তূর্য্য”।

    মুজিব এবং বাংলাদেশ …
    বাংলাদেশ এবং মুজিব এই বাক্যটিকে সংশোধনের কোন সুযোগ নেই।
    মুজিব কোটি মানুষের; কোটি হৃদয়ের। সহস্র বছরের শ্রেষ্ঠ সন্তান হয়েই বাঁচবেন।

    আজকের এই মুজিব হারানো শোকের দিনেও আপনাকে শব্দনীড় এ স্বাগতম বন্ধু।

মন্তব্য প্রধান বন্ধ আছে।