মুজিব মানে

মুজিব মানে

মুজিব মানে মুক্তি।
মুজিব মানে মুক্ত আকাশে
ডানা মেলার চুক্তি।

মুজিব মানে জয়।
মুজিব মানে দাবি আদায়
জীবনের বিনিময়।

মুজিব মানে শক্তি।
মুজিব মানে মা ও মাটি
আবেগঘন ভক্তি।

মুজিব মানে অর্জন।
মুজিব মানে সাতই মার্চে
ক্ষুব্ধ বাঘের গর্জন।

মুজিব মানে লড়া।
মুজিব মানে দেশমাতৃক
নতুন জীবন গড়া।

3 thoughts on “মুজিব মানে

  1. ৭ ই মার্চ মানে –
    সোচ্চার তর্জনী ….
    মুজিব মানে সমগ্র জাতি। এক স্বর।

  2. মুজিব মানে শক্তি।
    মুজিব মানে মা ও মাটি আবেগঘন ভক্তি। প্রণাম রাখি তাঁর মতো মানুষের জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. সতত শ্রদ্ধা মহান এই পুরুষের প্রতি। শতাব্দী সহস্র বছর বেঁচে থাকুন আমাদের অন্তরে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।